Cvoice24.com

পাঁচ জঙ্গি ৬ দিনের রিমান্ডে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ১২ জানুয়ারি ২০২৩
পাঁচ জঙ্গি ৬ দিনের রিমান্ডে

বান্দরবানের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার পাঁচ জঙ্গির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণকমল
সেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। 

রাঙামাটি কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দিন জানান, বান্দরবানের রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার’ সদস্য বলে জানা যায়। বাকি সদস্যদের গ্রেপ্তার জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৬দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার শীর্ষ নেতাদের ধরতে পাহাড়ে অভিযান শুরু হয়। সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তনায় আশ্রয় নেয়। সেখানে তাদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী। 
এর আগে গত বছরের ২১ অক্টোবর বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম
এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৭ এবং
কেএনএফের ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।’

সর্বশেষ

পাঠকপ্রিয়