Cvoice24.com

রাঙামাটি রক্ষাকালী মন্দিরে তিন দিনের অনুষ্ঠান শুরু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ২ ফেব্রুয়ারি ২০২৩
রাঙামাটি রক্ষাকালী মন্দিরে তিন দিনের অনুষ্ঠান শুরু

রাঙামাটির প্রাচীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের  ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাঙামাটির প্রাচীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের  ১৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নানা আয়োজন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার মধ্যদিয়ে আয়োজনের সূচনা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে তবলছড়িস্থ রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেয়।  

শোভাযাত্রা শেষে দুপুরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্ধশত বর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সঞ্জীব চৌধরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাঙামাটিতে জাতিধর্মবর্ণনির্বিশেষে সকলে মিলে মিসে বসবাস করে। একে অন্যের অনুষ্ঠানে সহযোগিতা করে। পার্বত্যাঞ্চলের এই চিরায়ত রূপ ধরে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদেরও সরকারকে সহযোগিতা করতে হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়