রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরের পর্যটন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে ৭ পর্যটক আহত হয়েছেন। এছাড়া পর্যটকবাহী নৌকা ডুবিরও ঘটনা ঘটেছে একটি। তবে পৃথক এ দুর্ঘটনায় সবাই সুস্থভাবে উদ্ধার হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তবলছড়ি পর্যটন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী হতে আগত একটি পর্যটকবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৫-৪৬১২) নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ৭ জন পর্যটক আহত হয়েছে। পরে স্থানীয়রা এবং পুলিশ তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়, তবে বোটটি পুরোপুরি ডুবার আগে অন্যবোট গিয়ে পর্যটকদের উদ্ধার করে।
বোট ডুবির ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন দাশ জানান, হ্রদের পূর্ব অংশ থেকে একটি পর্যটকবাহী বোর্ট আসছিল, ডিসি বাংলো সংলগ্ন এলাকায় আসলে পর্যটকরা বোটের ছাদে উঠে বাঁচাও বাঁচাও চিৎকার করলে হ্রদে থাকা অন্যবোট গিয়ে পর্যটকদের উদ্ধার করে। তার কিছুক্ষণের মধ্যে বোটটির সম্পূর্ণ অংশ পানিতে ডুবে যায়।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, পর্যটকবাহী বাসটি বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৭জন আহত হয়। তার মধ্যে ৪জন গুরুত্বর বাকিদের মোটামুটি। এরমধ্যে একজনের অবস্থা বেশি গুরুত্বর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয় আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে একটি পর্যটকবাহী বোটে পানি উঠার ঘটনা ঘটেছে সেখানে কেউ আহত নাই, অন্যবোট গিয়ে সুস্থভাবে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে।