Cvoice24.com

লোকালয়ে ধরা পড়ল সাড়ে ৭ ফুট লম্বা অজগর 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ২০ মে ২০২৩
লোকালয়ে ধরা পড়ল সাড়ে ৭ ফুট লম্বা অজগর 

কাপ্তাইয়ের গভীর অরণ্যে অজগর সাপটি অবমুক্ত করার আগে

রাঙামাটির রিজার্ভ বাজার মহসীন কলোনি সংলগ্ন লোকালয় থেকে সাড়ে সাত ফুট লম্বা প্রায় ছয় কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা। 

শনিবার (২০ মে) সকাল ৭টার দিকে অজগরটি উদ্ধার করে বেলা ১টার দিকে অবমুক্ত করা হয়। 

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, জেলার ঊর্ধ্বতন বন বিভাগ কর্মকর্তার নির্দেশে অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয় আজ। 

এসময় কাপ্তাই প্রেসক্লাব সহ-সভাপতি মো. কবির হোসেন, বনবিভাগের সদস্য আবু বক্কর, গিয়াস উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়