Cvoice24.com

রাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার পরীক্ষার্থী 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ২০ মে ২০২৩
রাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার পরীক্ষার্থী 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে (রাবিপ্রবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুর বারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় একটায়। পরীক্ষায় ক্যাম্পাসসহ শহরের আটটি কেন্দ্রে মোট আট হাজার ৮৫৪ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি সেলিনা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি কাঞ্চন চাকমাসহ শিক্ষক্ষমণ্ডলীরা।

রাবিপ্রবি’র উপাচার্য ড. সেলিনা আক্তার বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের ‘বি’ ইউনিটে আট হাজার ৮৫৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে।

তিনটি ইউনিটে মোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। আগামী ২৭ মে ‘সি’ ইউনিট এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়