Cvoice24.com

রাঙামাটিতে বিদ্যুতের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ৮ জুন ২০২৩
রাঙামাটিতে বিদ্যুতের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি 

বিদ্যুতের দাবিতে রাঙামাটিতে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও শেষে স্মারকলিপি প্রদান করছে রাঙামাটি জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের কারখানার সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে কয়লার অভাবে কেন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। দুইদিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা না হলে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকিও দেন অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির নেতারা। 

পরে অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিকে রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির একটি প্রতিনিধি দল। 
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়