Cvoice24.com

ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও সাজা বহালের দাবি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ আগস্ট ২০২৩
ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও সাজা বহালের দাবি

রাঙামাটির লংগদুতে নিজ স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিমকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সাজা বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবকরাও এসময় উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র কল্যাণপ্রিয় চাকমা, জিকো চাকমা, অভিভাবক এরিক চাকমা, দীপন বিকাশ চাকমা ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ।

এসময় বক্তারা আব্দুর রহিমকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে স্থায়ী বহিষ্কার, সাজা বহাল এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনর্গঠনের  দাবি জানান। 

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর নিজ স্কুলের হোস্টেলে ছাত্রীকে ধর্ষণ করেন প্রধান শিক্ষক আব্দুর রহিম। এ ঘটনায় একই বছর ৫ অক্টোবর লংগদু থানায় মামলা দায়ের করে মেয়েটির পরিবার। মামলায় ২০২২ সালের ২৯ নভেম্বর যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। পরে উচ্চ আদালত থেকে মেয়েটির নামে এক একর জমি লিখে দিয়ে জামিনে বেরিয়ে আসেন প্রধান শিক্ষক আব্দুর রহিম। জামিনে বেরিয়ে এসে গত ২৩ জুন আবারও আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়