Cvoice24.com

কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৩
কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

ভারী বৃষ্টিপাতে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ২০৩ মেগাওয়াট। সপ্তাহজুড়ে দফায় দফায় লেক সংলগ্ন এলাকায় ভারী বর্ষণ হওয়ায় লেকের পানি এখন টইটম্বুর।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের সমকালকে বলেন, সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ঘণ্টায় ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 

তিনি আরও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯৯ দশমিক ৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। তবে লেকে এখন পানি আছে ১০৫ দশমিক ৮৮ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। 

প্রসঙ্গত, কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট। 
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়