বাঘ আতঙ্ক বাঘাইছড়িতে
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম সারোয়াতলীতে স্থানীয়দের মধ্যে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, চিন্তারাম ছড়া এলাকায় বাঘের আনোগোনা রয়েছে, ওই এলাকায় একটি গরুকেও আক্রমণ করেছে। তবে বনবিভাগ বলছে গত ৬ মাসের ভিডিওচিত্রে এই এলাকায় কোন বাঘের দেখা মেলেনি। বন্য শুকর, হরিণ, মেছো বিরাল সহ বেশ কিছু প্রাণীর সন্ধান পাওয়া গেছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের যৌথ খামার চিন্তারাম ছড়া পাহাড়ি এলাকায় বিদ্যাধন চাকমার একটি গরুকে বাঘ আক্রমণ করে মারাত্মক ভাবে জখম করেছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার কান্তি চাকমা জানান, বিষয়টি জানার পরে সেখানকার কারবারির সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন মাঝারি সাইজের বাঘের মতো একটা প্রাণীকে জঙ্গলে দেখা গেছে, তিনদিন আগে একটি গরুকে জখম করেছে সে প্রাণীটা। ওই এলাকায় বনের আশপাশে লোকজন আতঙ্কিত।
বন বিভাগের পবাখালি রেঞ্জ অফিসার সজিব কুমার মজুমদার জানান, সেখানে কোন বাঘের অস্থিত্ত্ব পাওয়া যায়নি। গত ছয়মাসে আমরা বিশাল এলাকা নিয়ে ক্যামরা বসিয়ে পর্যবেক্ষন করেছি। সেখানে মেছো বিড়াল দেখা গেলেও বাঘের সন্ধান পাওয়া যায়নি।