Cvoice24.com

সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৩
সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে  অপহরণ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপীতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ (বুধবার) দুপুর ১টার দিকে সাজেকের রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের অদূরে জিরো মাইল নামক স্থান থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার বন্ধুরা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করলে তাকে উদ্ধারে কাজ শুরু করেন সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

দিপীতা চাকমা খাগড়াছড়ি সদরের বাসিন্দা। তিনি ঢাবির লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়