ভুয়া বিল ভাউচারে আড়াই কোটি টাকা লোপাট, অনুসন্ধানে দুদক
সিভয়েস ডেস্ক
ভুয়া বিল-ভাউচারে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৬-২০২০ অর্থ বছরে ২৩টি উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল ভাউচারে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগ যাচাই-বাছাইয় শেষে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা ২০১৬-২০২০ অর্থ বছরে ২৩টি গৃহীত সংযোজিত উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। রাঙ্গামাটি থেকে এমন একটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা উন্নয়ন প্রকল্পগুলোর কোনও কাজ না করে ১০০ ভাগ কাজ সম্পাদনের প্রত্যয়ন দিয়ে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন। ২০২০ সালের আগস্ট মাসে এমন একটি অভিযোগ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে জমা হয়। যা যাচাই-বাছাই শেষে প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কমিশন যুক্তিযুক্ত মনে করায় অভিযোগটি অনুসন্ধানের জন্য গৃহীত হয়।