ডিম আলু পেঁয়াজের বেশি দাম নেওয়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা রাঙামাটিতে
রাঙামাটি প্রতিনিধি
সরকার নির্ধারিত দামে আলু পেঁয়াজ ও ডিম বিক্রি না করায় জরিমানা করা হয়েছে রাঙামাটির ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে। সোমবার দুপুরে রাঙামাটি শহরের বনরুপা, রিজার্ভ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়ার্দার এই জরিমানা করা হয়।
বিজন কুমার জোয়ার্দার জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করতে না পারে সেজন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। শহরের রিজার্ভ বাজার ও বনরুপা বাজারের ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে।