রাতভর বন্ধের পর সকাল থেকে গাড়ি চলছে

সকাল থেকে যান চলছে সড়কে
ভারী বর্ষণে দুই পাশের পাহাড় ধসে পড়ে সাজেকের সাথে রাতভর সারাদেশের সড়ক যোগযোগ বিচ্ছিন্ন থাকার পর সকাল থেকে যানচলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাস্তার উপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে।
এর আগে সাজেকে সোমবার সন্ধ্যা থেকে ভারি বর্ষণ শুরু হলে দিঘীনালা সাজেক সড়কের শুকনা ছড়া বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে একটি পাথর বোঝাই ট্রাক আটকে পড়ে।
মঙ্গলবার সকাল থেকে সড়কের মাটি সরনোর কাজ শুরু হয়েছে। এতে হালকা যানচলাচল স্বাভাবিক হয় এবং ভারী যানচলাচল বন্ধ রয়েছে, তবে সীমান্ত সড়কের পাথর বোঝায় ট্রাক ছাড়া অন্যকোন ভারী যান এই সড়ক দিয়ে চলে না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, রাতে সাজেকে ভারি বৃষ্টি হওয়ায় একটি স্থানে রাস্তার দুই পাশের পাহাড় ধসে পড়ে সাজেকের সাথে সারাদেশের যানচলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে রাস্তার উপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। হালকা ওজনের যানচলাচল স্বাভাবিক হয়েছে এবং ভারি যানচলাচল বন্ধ রয়েছে। আশা করছি পর্যটক চলাচলে সমস্যা হবে না।