Cvoice24.com

রাঙামাটিতে বিশেষ অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩
রাঙামাটিতে বিশেষ অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির নানিয়াচর উপজেলার যমচুগের তইন্নাছড়ি এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জোন হতে একটি পেট্রোল টিম এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, সেনা অভিযানে যমচুগ এলাকা থেকে ১টি এসএমজি, টি ৮১ মডেলের ১টি চায়না রাইফেল, ১টি এইচই এমজি বোম্ব, ৩টি ম্যাগাজিন  উদ্ধার করা হয়। ম্যাগাজিনগুলোর মধ্যে ২টি এসএমজির এবং ১টি রাইফেলের ম্যাগাজিন রয়েছে। এছাড়াও ১৪১ রাউন্ড এসএমজির গুলি এবং ২৭ রাউন্ড রাইফেলের গুলি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে এক সন্ত্রাসী আত্মসমর্পন করে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাঙামাটি জোনের এই  অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: