Cvoice24.com

সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ২ অক্টোবর ২০২৩
সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহতের নাম পলিন চাকমা (৩০)। তিনি একুইজ্জ্যাছড়ি এলাকার বাসিন্দা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ১৪ কিলো একুইজ্জ্যাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নের ১৪ কিলো একুইজ্জ্যাছড়ি এলাকায় উদয়পুর সীমান্ত সড়কের নির্মাণসামগ্রী পরিবহন কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে একুইজ্জ্যাছড়ি এলাকায় মোটরসাইকেল সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: