Cvoice24.com

রাঙামাটিতে যুবদল নেতা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ২০ নভেম্বর ২০২৩
রাঙামাটিতে যুবদল নেতা গ্রেপ্তার

রাঙামাটির রিজার্ভবাজার এলাকা থেকে নাশকতা চেষ্টার অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে মো. সাইফুল ইসলাম ওরফে সাবু নামে ওই নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে যুবদল।

পুলিশ, নাশকতার অভিযোগে যুবদলের এক নেতাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করলেও নাম পরিচয় জানায় নি।

সাবু জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক।

রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘রিজার্ভবাজার মাছ বাজার থেকে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে জেলা যুবদল নেতা সাবুকে আটক করা হয়। সাবু কোথায় আছে আমরা এখনো জানতে পারিনি।’

এদিকে, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়