Cvoice24.com

কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ৩ মার্চ ২০২৪
কাপ্তাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ওমর সালেহিন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

রবিবার (৩ মার্চ) দুপুর তিনটার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওমর সালেহিন রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন মুকুল চন্দ্র তঞ্চঙ্গ্যা ও মো. শামীম।

জানা গেছে, রাঙামাটির ঘাঘড়া থেকে কাপ্তাইয়ের বড়ইছড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন নিহত সালেহিনসহ অন্যান্যরা। সাফছড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে তাদের সিএনজি অটোরিকশাতে। এতে সিএনজি অটোরিকশাতে থাকা সবাই ছিটকে পড়েন।

দুর্ঘটনায় আহত মুকুল চন্দ্র তঞ্চঙ্গা বলেন, নিহত ওই কলেজছাত্র গাড়ির ডান পাশে ছিলেন। ট্রাকের ধাক্কায় কয়েকফুট দূরে ছিটকে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে থানা পুলিশ।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: