Cvoice24.com

রাঙামাটিতে শ্যামল স্মৃতি উন্মুক্ত ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ১৪ মে ২০২৪
রাঙামাটিতে শ্যামল স্মৃতি উন্মুক্ত ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

কাপ্তাই হ্রদের তীরে জেগে উঠা চরে শ্যামল স্মৃতি উন্মুক্ত ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে রিজার্ভ মুখ এলাকায় লেকভিউ স্পোর্টিং ক্লাবের আয়োজনে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় টিম আমাদের বনাম টিম ওল্ড বয়েজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি পৌর কাউন্সিল পুলক দে, টুনামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মিল্টন বড়ুয়া, সুব্রত দে, মিশু দে প্রমুখ। 

টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আল আমিন বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে চর উঠলে আমরা এখানে প্রতিবছর টুনামেন্ট আয়োজন করি। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছর টুনামেন্ট এর নাম রাখা হয়েছে শ্যামল স্মৃতি টুনামেন্ট। এতে ১০টি টিম অংশ গ্রহণ করেছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়