কেপিএম সিবিএর ভোটে জিতলো শ্রমিক কর্মচারী পরিষদ
কাপ্তাই প্রতিনিধি
কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচনে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বি কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে ৩৬ ভোটে পরাজিত হয়েছে তাদের কাছে। কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ পেয়েছে ৯৩ ভোট এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন ৫৭ ভোট।
মঙ্গলবার (১১ জুন) চিত্তবিনোদন ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়েছে।
এদিকে, নির্বাচনে বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার তাদের পুনরায় নির্বাচিত করায় সকল শ্রমিক কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।