পর্যটকদের বরণ করতে প্রস্তুত কাপ্তাই
অর্ণব মল্লিক, কাপ্তাই
রাত পোহালেই ঈদ। রবিবার (১৭ জুন) অনুষ্ঠিত হবে বিশ্ব মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহার ছুটিতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে পর্যটন শহর রাঙামাটির কাপ্তাই উপজেলায়-এমনটা প্রত্যাশায় পর্যটকদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে উপজেলার বিনোদন কেন্দ্রগুলো।
পর্যটন সংশ্লিষ্টরা জানায়, ইতোমধ্যে ঈদের ছুটিতে দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি কাপ্তাই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে চিরচেনা রূপে ফিরবে ট্যুরিস্ট স্পটগুলো। একই সঙ্গে পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত কাপ্তাই উপজেলা প্রশাসন।
জানা গেছে, কাপ্তাই উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট— লেকভিউ পিকনিক স্পট, লেকশোর পর্যটন স্পট, প্রশান্তি পার্ক, জুম রেস্তোরাঁ, রিভার ভিউ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পছন্দ করেন পর্যটকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে নতুন রূপে সাজানো হচ্ছে প্রায় সবকটি পর্যটনকেন্দ্র। প্যানরমা জুম রেস্তোরাঁ এন্ড পিকনিক স্পট, কাপ্তাই প্রশান্তিসহ অনেকগুলো পার্ক পর্যটক বরণে প্রস্তুত করা হচ্ছে। এসব পার্কে ছোট ছোট কটেজে রয়েছে পর্যটকদের জন্য রাত্রি যাপনের সুব্যবস্থা। এগুলো মধ্যে অন্যতম নিস্বর্গ রিভার ভ্যালি। যেটা বাঁশ দিয়ে বিশেষ কারুকার্যের মাধ্যমে অনন্য আকর্ষণীয় রূপে গড়ে তোলা হয়েছে।
কাপ্তাই নিসর্গ পড হাউস ও রেস্টুরেন্ট এর ম্যানেজার মো. মাসুদ তালুকদার জানান, ঈদের ছুটিতে এবার কাপ্তাইয়ে প্রচুর পর্যটক আসবে, এমনটাই ধরণা করছি আমরা। পর্যটকদের সর্বোচ্চ আনন্দ দিতে আমরা প্রস্তুত রয়েছি।
কাপ্তাই জুম রেস্তোরাঁর ম্যানেজার মো. শফি জানান, প্রতিবছর ঈদে আমাদের কেন্দ্রে প্রচুর পর্যটক আসেন। আমরা আশা রাখছি, এবারও ভালো পর্যটকের আগমন ঘটবে। এছাড়া আমাদের বিনোদন কেন্দ্রে ঈদকে ঘিরে শিশুদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে।
কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মো. গণি জানান, ঈদকে ঘিরে পর্যটকদের বরণ করে নিতে পার্কের চারপাশ সুন্দর করে সাজানো হচ্ছে। ঈদ উপলক্ষে পর্যটকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দীন জানান, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকলেই প্রস্তুত আছে। এছাড়া কাপ্তাই শান্তিপূর্ণ উপজেলা। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে দুশ্চিন্তামুক্ত ভ্রমণ করতে পারেন। পাশাপাশি অনান্যবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার থাকবে বলে তিনি জানান।