কাপ্তাইয়ে পলাতক দুই আসামি গ্রেপ্তার
কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক দুইটি অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সাফরাশির হাট ও ফেনীর সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন— কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারঘোনিয়া সাদেকেরঘোনা এলাকার শেখ আহামদের পুত্র হানিফ (৫০) ও একই উপজেলার সদর ইউনিয়নের কাপ্তাই প্রজেক্ট এলাকার মৃত আবুল বাশারের পুত্র মো. জাকির হোসেন (৫০)।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে দুই আসামিকে দুই জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে তাদেরকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।