কাপ্তাইয়ে আওয়ামী লীগের ৭৫তম জয়ন্তী উদযাপন
কাপ্তাই প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে প্রবীণ ও মরণোত্তর রাজনীতিবিদদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে। রবিবার (২৩ জুন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, জেলা কৃষক লীগ নেতা নূরুল্লাহ ভূইয়া, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সদস্য লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি থোয়াইচিং মারমা, সাবেক জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি স্বপন বড়ুয়া।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক সুজন তনচংগ্যা ধনার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবদুল ওহাব, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একরাম হোসেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, উপজেলা যুবলীগ সভাপতি ও নব-নির্বাচীত উপজেলা চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরুল হক কচি, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ তালুকদার, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়েশ্লীমং চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আকতার আলম, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগ সদস্য মীর মহসীনুল হক,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, জেলা আওয়ামী লীগ সদস্য অংলা চিং মারমা।
সভার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উদযাপনে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। সভা শেষে কেক কেটে ৭৫ তম প্লাটিনাম জয়ন্তি উদযাপন করা হয়।