চন্দ্রঘোনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ৭শ’ পিস ইয়াবাসহ মো. জুয়েল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল ওই ইউনিয়নের লেমুছড়ি পাড়ার মো. ইসমাইলের ছেলে।
চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, গ্রেপ্তার জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে রাইখালীতে বিক্রি করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাহাড় সব খবর