Cvoice24.com

কাপ্তাই সুইডেন পলিটেকনিক বন্ধ ঘোষণা, হল ছাড়লেন শিক্ষার্থীরা

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ১৭ জুলাই ২০২৪
কাপ্তাই সুইডেন পলিটেকনিক বন্ধ ঘোষণা, হল ছাড়লেন শিক্ষার্থীরা

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার (১৭ জুলাই) সকাল ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

এদিকে ঘোষণার বুধবার (১৭ জুলাই) সকাল থেকে ইন্সটিটিউটের সুইডিশ ছাত্রাবাস ও  জাহাঙ্গীর ছাত্রাবাস দুটি থেকে শিক্ষার্থীদের হল ত্যাগ করে যেতে দেখা যায়। পাশাপাশি ছাত্রীনিবাসের সকল ছাত্রীও হল ত্যাগ করেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার। তিনি বলেন, গতকাল রাতে শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়টি জানানো হয়, আজ সকাল থেকে শিক্ষার্থীরা হল ছেড়ে গেছেন। আপাতত শ্রেণী কার্যক্রমও বন্ধ থাকবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মেকানিক্যাল বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী জানান, গতরাতে নোটিশ হওয়ার পর যাদের বাড়িঘর কাছাকাছি ছিল তারা রাতেই হল ত্যাগ করেছে। আর যাদের বাড়ি দূরে তারা সকাল থেকে হল ত্যাগ শুরু করে। 

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে বিএসপিআই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কাপ্তাই নতুন বাজার এলাকায় ছাত্রলীগের সাথে বিএসপিআই শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটে। এতে বিএসপিআই এর ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: