Cvoice24.com

এবার রামেকে পদ ছাড়ার ঘোষণা দিলেন ৫ ছাত্রলীগ নেতা 

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ জুলাই ২০২৪
এবার রামেকে পদ ছাড়ার ঘোষণা দিলেন ৫ ছাত্রলীগ নেতা 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙামাটি মেডিকেল কলেজে (রামেক) সদ্য ঘোষিত ছাত্রলীগের আংশিক কমিটির ৫ নেতা পদত্যাগ ও অব্যাহতির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই)  ও বুধবার (১৭ জুলাই) তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন। 

তারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ক্যাচিংনু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক ও দীপ্ত দে, সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরা ও সৃজন কান্তি দে। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ বহিরাগতদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। 

এ ঘটনার জের ধরেই মঙ্গল ও বুধবার মেডিকেল কলেজ ছাত্রলীগের সদ্য ঘোষিত আংশিক কমিটির ৫ নেতা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ ও অব্যাহতির ঘোষণা দেন। 

ফেসবুকে পোস্ট দেওয়া ৫ নেতার মধ্যে সহ-সভাপতি ক্যাচিংনু মারমা পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যার’ কথা উল্লেখ করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গণ মল্লিক কোনো কারণ উল্লেখ না করে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত দে ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে ছাত্রলীগের বিরুদ্ধে তাকে বাঁশ দিয়ে মাথা ফাটানোর অভিযোগ তোলেন। সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরা ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনাকে ইঙ্গিত এবং সাংগঠনিক সম্পাদক সৃজন কান্তি দে দেশের অবস্থাকে ন্যাক্কারজনক বলে দুঃখ প্রকাশ করে অব্যাহতির কথা জানান। 

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী ও সাধারণ সম্পাদক আয়াদ শরীফ সিরাজ বলেন, ‘আমরা ঘটনার পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আনুষ্ঠানিক মতামত পরে আমরা আপনাদের জানাব’।

প্রসঙ্গত, গত ৩০ জুন এক বছরের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ২৭ সদস্য প্রথম কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: