ট্রাকের চাকা ঝুলছে, চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ফেরিতে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বালুবাহী ট্রাক। ট্রাকটির সামনের দুইটি চাকা নদীতে পড়ে গেছে। বাকি অপর অংশ ফেরিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে রয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাক চালক ও ফেরিতে অবস্থান করা কর্মীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে রাইখালী অংশে এ ঘটনা ঘটেছে। এতে করে বর্তমানে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ফেরি কর্তৃপক্ষ বলছে, ট্রাকটি উদ্ধার শেষে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
রাইখালী ইউপি সদস্য মো. নাছের বলেন, ঘটনার খবর শুনে আমি খোঁজ নিয়েছি। বর্তমানে ট্রাকটি যেন সম্পূর্ণ নদীতে পড়ে না যায় সেজন্য ট্রাকটি উদ্ধারে কাজ চলছে। ঘটনার পর থেকে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ।
প্রসঙ্গত, রাঙামাটি থেকে রাজস্থলী ও বান্দরবান যাওয়ার সময় এই চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি পার হতে হয়। বিভিন্ন সময়ে এই চন্দ্রঘোনা ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এজন্য স্থানীয়রা দীর্ঘদিন একটি ব্রিজের দাবি জানিয়ে আসছে।
পাহাড় সব খবর