Cvoice24.com

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট সচল

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪০, ২ আগস্ট ২০২৪
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট সচল

গেল কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এতে করে দেশের অন্যতম কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সেইসঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। তৎমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

শুক্রবার (২ আগস্ট) সকালে এ বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। যার মাধ্যমে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ ছাড়া পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলেও জানান তিনি। 

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্যমতে, কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৩২ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৯৩ দশমিক ০৫ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে পানি পরিমাণ বর্তমানে বেশি রয়েছে। এছাড়া হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: