কাপ্তাইয়ে মাজার সংলগ্ন ঘরে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ
কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন থেকে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) বেলা ১২ টার দিকে ইউনিয়নের খান সাহেবের মাজার সংলগ্ন টিনশেডের একটি বাড়ি মরদেহটি উদ্ধার করা হয়।
শহিদুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলায়। তবে গত ২ বছর ধরে তিনি সেখানে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, শহিদুল ইসলাম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বোতল কুড়িয়ে ও ভিক্ষা করে জীবিকা চালাতেন তিনি। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে তিনি ঘুমাতে যাওয়ার পর আজ বেলা ১১টার পরও দরজা না খোলায় এবং ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়রা কাপ্তাই থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মাজার দেখাশোনা করার সুবাধে বিনা ভাড়ায় মাজারের পাশে একটি টিনশেড কক্ষে একাই থাকতেন শহিদুল। এখানে তার পরিবারের কেউ নেই। তার বাড়ি নোয়াখালী বলেছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ওই ঘরে লোকটি একা থাকতেন এবং পরিবারের কেউ নেই। এছাড়া শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি ওই ব্যক্তির পরিবার এসে তথ্য জানতে চায়, সেজন্য মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করেছি।