এক বছরেই ‘প্রিয় ইউএনও’ মহিউদ্দিন
অর্ণব মল্লিক, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর সফলতার সঙ্গে এক বছর পার করলেন বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের মেধাবী ও চৌকস অফিসার মো. মহিউদ্দিন। ২০২৩ সালের ৩ আগস্ট তিনি কাপ্তাই উপজেলায় যোগদান করেন। এ সময়ের মধ্যেই মেধা-মনন ও বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তিনি উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের কাছে প্রিয় ইউএনও হওয়ার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা যায়, কাপ্তাই উপজেলায় যোগদানের পর থেকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দুইটি নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলাজুড়ে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকের বিরুদ্ধে অভিযান, পাহাড় কাটা রোধে অভিযান, উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, সরকারি কাজের তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে আসছেন তিনি। এর ফলাফল হিসেবে ইতিমধ্যে (জুলাই মাসে) ভূষিত হয়েছেন রাঙামাটির পার্বত্য জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সরকারি অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে শুদ্ধাচার পুরস্কারেও।
আরও জানা যায়, এক বছরের মধ্যেই উপজেলার বিভিন্ন দুর্গম অঞ্চলে ছুটে গেছেন ইউএনও মো. মহিউদ্দিন। সুখ দুঃখের খোঁজ নিয়েছেন সেখানে বসবাসরত বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের জনগোষ্ঠী এবং অসহায় মানুষদের। এবং যতটুকু পেরেছেন তাদের বিভিন্ন সমস্যার সমাধানও করেছেন। এছাড়া পাহাড়িদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে উপজেলার দুর্গম অঞ্চলেও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাচাং ঘর তৈরি করে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলের মানুষ যেন সরকারি সুবিধা বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজরদারিও রেখেছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, সরকারি কর্মকর্তাদের তিনি এসব অসহায় মানুষের জন্য কাজ করতে এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এদিকে সফলভাবে এক বছর পার করলেও এই অফিসার কাপ্তাই উপজেলাকে আরো সমৃদ্ধ করার ইচ্ছাপোষণ করেছেন। এই প্রতিবেদকের কাছে তিনি তার কিছু ভবিষ্যত পরিকল্পনাও জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই কাপ্তাই উপজেলাকে নিয়ে আরো কিছু কাজ করার পরিকল্পনা আছে আমার। বিশেষ করে কাপ্তাই উপজেলাকে পর্যটনসমৃদ্ধ উপজেলা হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। পর্যটকদের কাছে কাপ্তাই উপজেলাকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে ও দ্রুত সুযোগ-সুবিধা পাওয়ার জন্য একটি ইনফরমেশন বুথ খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া উপজেলার শিক্ষার মান উন্নয়ন ও বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চাই ‘
তিনি আরো বলেন, ‘কাপ্তাইয়ের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে দুর্গম অঞ্চলে পানির সমস্যা নিরসন, বিদ্যুৎ সেবা নিশ্চিতসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা আছে। শীঘ্রই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবো এবং সেখানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার চেষ্টা চালাবো। এই উপজেলায় যেন কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে না যায় সেজন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সর্বোপরি কাপ্তাই উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে এবং তা বাস্তবায়ন করতে চাই।’
তিনি এই এক বছরে কাপ্তাইয়ের জনসাধারণ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিভিন্নভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।