Cvoice24.com

সাজেকে সাড়ে তিনশ পর্যটক আটকা

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ১৩:১১, ৩ আগস্ট ২০২৪
সাজেকে সাড়ে তিনশ পর্যটক আটকা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন সাড়ে তিনশ পর্যটক। শনিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন। 

তিনি জানান, গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট এবং মাচালংয়ে সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে খাগড়াছড়ির সাথে সাজেকের যান চলাচল বন্ধ রয়েছে। সকালে কোন গাড়ি সাজেক ছেড়ে যায়নি এবং খাগড়াছড়ি থেকেও কোন গাড়ি সাজেকে আসেনি। গতকাল শুক্রবার প্রবেশ করা প্রায় ৩৫০ জনের মত পর্যটক বর্তমানে সাজেকে অবস্থান করছেন।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা বলেন, খাগড়াছড়ির বিভিন্ন স্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোন গাড়ি ছেড়ে যায়নি, সাজেক থেকেও কোন গাড়ি আসেনি। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। আশা করছি সড়ক থেকে পানি নেমে যাবে এবং বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন, পর্যটকরা বর্তমানে সাজেকে ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন। কোন অসুবিধা নেই।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, টানা বৃষ্টিতে কয়েকটি স্থানে পানি থাকায় সাড়ে তিনশ’র মতো পর্যটক সাজেকে আটকা পড়েছেন। তারা সবাই সুস্থ আছেন। সড়ক থেকে পানি নেমে গেলে তারা ফিরতে পারবেন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: