Cvoice24.com

চন্দ্রঘোনা-রাজস্থলী রুটে ফের ফেরি চলাচল শুরু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৪
চন্দ্রঘোনা-রাজস্থলী রুটে ফের ফেরি চলাচল শুরু

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় এলাকায় কর্ণফুলী নদীতে চলাচলরত ফেরি আবার চালু করা হয়েছে। ফলে রাঙামাটির সঙ্গে বান্দরবান-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা ফেরি কর্তৃপক্ষের ইজারদার মো. শাহজাহান জানান, কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়। এ জন্য গেল ৪-৫ দিন বন্ধ রাখা হয় ফেরি চলাচল। বর্তমানেও নদীতে স্রোত আছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চালু করা হয়েছে।

সওজ রাঙামাটি এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। যার ফলে রাঙামাটির সাথে বান্দরবান এবং রাজস্থলীর গাড়ি চলাচল পুনরায় চালু হয়েছে।

প্রসঙ্গত, কাপ্তাই লেকে পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এ কারণে তীব্র স্রোতে গত ৪-৫ দিন বন্ধ রাখা হয় ফেরি চলাচলও। এতে বিপাকে পড়েন এ সড়কে চলাচলকারী শত শত যাত্রীরা। বর্তমানে জলকপাটগুলো আড়াই ফিট করে খোলা রাখা আছে। তারপরও নদীর স্রোত কিছুটা কম থাকায় রাঙামাটি-রাজস্থলী-বান্দববানের সড়কের চন্দ্রঘোনায় ফেরি চলাচল চালু করা হয়েছে। স্বস্তি ফিরে এসেছে ওই সড়কে যাতায়াতকারী যাত্রীদের মাঝে। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: