Cvoice24.com

১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৪
১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

টানা ১৫ দিন পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি জলকপাট। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জলকপাটগুলো বন্ধ করা হয়। 

কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে জানান,টানা ১৫ দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকে পানির লেভেল বিপৎসীমার নিচে চলে আসায় আমরা সোমবার সকাল ১০টায় জলকপাট বন্ধ করে দিই। 

তিনি জানান, এর আগে গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অর্থাৎ ১০৮ ফুট অতিক্রম করায় পরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছিল। 

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ বছর কাপ্তাই লেকের পানি এত বেশি বেড়ে গিয়েছিল গত ৩ সেপ্টেম্বর স্পিল ওয়ের ১৬টি জলকপাট দিয়ে সর্বোচ্চ পাঁচ ফুট করে পানি ছাড়া হয়। বর্তমানে হ্রদে পানির চাপ কমে এসেছে।

অন্যদিকে কাপ্তাই বাঁধের জলকপাটগুলো বন্ধ হওয়াতে কর্ণফুলী নদীতে পানির স্রোত কমে গেছে। বর্তমানে কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে ফেরি চলাচল, নৌকা পারাপার সবকিছুই স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: