Cvoice24.com

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি কর্মচারির মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি কর্মচারির মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় কাভার্ডভ্যান চাপায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) এক কর্মচারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মো. আল-আমীন (৩৫)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. আল-আমীন উপজেলার কাপ্তাই ইউনিয়নের তালপট্টি এলাকার বাসিন্দা। তিনি বিএফআইডিসির এলপিসি শাখায় কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাপ্তাই বিএফআইডিসির এলপিসি শাখার ট্রাকে মালামাল নিয়ে ঢাকায় ডেলিভারি দিতে যায় আল-আমীনসহ আরো দুই সহকর্মী। মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসলে তাদের ট্রাকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক ও আল আমীন মিলে মহাসড়কের ওপর মেরামতের কাজ শুরু করছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান আল-আমীনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়ট নিশ্চিত করে কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, ‘নিহত কর্মচারি আল-আমীনের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠান পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: