কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ে রামু ফুটবল একাদশ ও বড়ইছড়ি ফুটবল একাডেমির মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে কর্ণফুলী মিনি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলার বড়ইছড়ি ফুটবল একাডেমির আয়োজনে এ ম্যাচের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন আজাদ।
প্রধান অতিথি থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কৃতি ফুটবলার আসলাম খাঁন, বড়ইছড়ি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অপু।
ম্যাচ পরিচালনা করেন মাহাবুব হাসান বাবু, কল্যান বিকাশ তনচংগ্যা ও আব্দুল কাদের। প্রসঙ্গত, ম্যাচটি গোলশূন্য ড্র হয়।