Cvoice24.com

কাপ্তাই উপকেন্দ্রে ৩০ দিনে ৫৫৫ টন মাছ আহরণ

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)

প্রকাশিত: ১৫:৫৩, ২ অক্টোবর ২০২৪
কাপ্তাই উপকেন্দ্রে ৩০ দিনে ৫৫৫ টন মাছ আহরণ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রে গেল সেপ্টেম্বর মাসের ৩০ দিনে প্রায় ৫৫৫ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। এতে সরকারের প্রায় ১ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই মৎস্য আহরণ উপকেন্দ্রের কেন্দ্রপ্রধান মো. জসীম উদ্দিন। 

তিনি জানান, দীর্ঘ ৪ মাস পর গত ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই এক মাসে ৫৫৫ মেট্রিক টন মাছ আহরণ হয়েছে। সে সাথে সরকারের ১ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে জেলেদের মাঝে মাছ ধরার শুরুতে প্রাণচাঞ্চল্য থাকলেও হ্রদে পানি বেশি থাকায় তাদের মাছ ধরতে বেগ পেতে হচ্ছে। তাছাড়া এ কারণে বড় মাছ কম পাওয়া যাচ্ছে। এছাড়া অনেক জায়গায় যারা বড়শি বা জাল ফেলে মাছ ধরতো তারাও হিমশিম খাচ্ছেন। 

আরেকটি বিষয় উল্লেখ করে এই কর্মকর্তা জানান, কিছু কিছু জেলেরা মাছ ধরে উপকেন্দ্রে নিয়ে আসতে আসতে অনেক মাছ নষ্ট হয়ে যাচ্ছে। পর্যাপ্ত বরফ মজুত না রাখায় এবং সচেতনতার অভাবে এ ঘটনা ঘটছে। তাই জেলেদের এ বিষয়ে সচেতন হতে পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিয়োজিত স্থানীয় জেলে রহমান আলী, সুধীর দাশ, মো. শফিক সহ কয়েকজন জানান, অন্যান্য বছরের চেয়ে এবার কাপ্তাই হ্রদের আইড় মাছের আহরণ ও আকার বেড়েছে। তবে বিশেষ করে কেচকি ও চাপিলা মাছ ছোট পাওয়া যাচ্ছে। 

প্রসঙ্গত, প্রতি বছরের পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: