Cvoice24.com

কাপ্তাইয়ে দুর্গাপূজা উপলক্ষে ৪১ বিজিবির আর্থিক সহায়তা 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ০৯:৩১, ৮ অক্টোবর ২০২৪
কাপ্তাইয়ে দুর্গাপূজা উপলক্ষে ৪১ বিজিবির আর্থিক সহায়তা 

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে কাপ্তাই উপজেলার পূজামণ্ডপের প্রতিনিধিদের নিকট এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এ উৎসব আনন্দে সামিল হয়। এ উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা যায় সে জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেছে বিজিবি টহল দল। আশা করছি উৎসবমুখর একটি পরিবেশে এবার পূজা উদযাপন হবে।’

অনুষ্ঠানে ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামানসহ মন্দিরের প্রতিনিধি ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: