Cvoice24.com

কাপ্তাইয়ে বিজিবি-হেডম্যান মতবিনিময়
‘পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৫:৫২, ৯ অক্টোবর ২০২৪
‘পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে’

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া জোনের আওতাধীন হেডম্যানদের সঙ্গে মতবিনিময় করেছে। ‘পাহাড় হোক সম্প্রীতির’ শীর্ষক মতবিনিময় সভা বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিজিবির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়কালে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, ‘পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে যেই মেলবন্ধন রয়েছে তা অটুট রাখতে হবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। কাপ্তাই ৪১ বিজিবিসহ সকলেই পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সর্বদা প্রস্তুত।’

এ সময় তিনি কাপ্তাইয়ে বৌদ্ধ সম্প্রদায়কে কঠিন চীবর দান উৎসব করতে অনুরোধ জানান। এ জন্য সব ধরনের নিরাপত্তা দিতে কাপ্তাই ৪১ বিজিবি প্রস্তুত বলেও জানান।

অধিনায়ক বলেন, ‘কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া জোনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদা অত্যন্ত সচেষ্ট।’ তিনি নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নতির জন্য জনসচেতনতা বৃদ্ধিসহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আর্থ সামাজিক উন্নতির জন্য বিভিন্ন মৌজার হেডম্যানদের অনুরোধ জানান। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: