শেষরাতে বড়ইছড়িতে আগুন, ৮ দোকান ও অটোরিকশা পুড়ে ছাই
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে দোকানগুলোর সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ জানান, রাত ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে পুরোপু্রি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিস্তারিত তদন্তসাপেক্ষে বলা যাবে- যোগ করেন তিনি।