Cvoice24.com

‘দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি জরুরি’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৬:৫৮, ১৩ অক্টোবর ২০২৪
‘দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি জরুরি’

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে  দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন।

সভায় বক্তারা জানান, যে কোন দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় জরুরি প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন অধিদপ্তর কর্মকর্তা, ইউপি প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: