Cvoice24.com

খুলে দেয়া হলো সাজেকে পর্যটনের দুয়ার 

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ১৪:৩১, ৫ নভেম্বর ২০২৪
খুলে দেয়া হলো সাজেকে পর্যটনের দুয়ার 

এক মাস ১২ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মেঘের রাজ্য সাজেক ভ্যালি। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকরা সাজেকে যেতে পারছেন।  

প্রথম দিনে প্রায় পাঁচ শতাধিক পর্যটক নিয়ে খাগড়াছড়ি সদর থেকে সাজেকে উদ্দেশ্যে ছেড়েছে প্রায় ৫০টি জিপ গাড়ি। 

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে আজ থেকেই সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের 
ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় জেলা প্রশাসন। এতে বিপাকে পড়ে পর্যটন সংশ্লিষ্টরা।

তবে গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলেও অবস্থান ও ভৌগোলিকগত কারণে খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে সাজেকে যাতায়াত করতে হয়। যে কারণে সাজেক পর্যটন কেন্দ্রে খাগড়াছড়ির সাথে নিষেধাজ্ঞার আওতায় ছিলো।

এদিকে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা যায়, সাজেকে প্রায় ১২০টি রিসোর্ট কটেজ রয়েছে। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে পর্যটক বরণের অপেক্ষায় রয়েছেন তারা। তবে বর্তমানে পর্যটক কম থাকলেও পর্যায়ক্রমে বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: