Cvoice24.com

কাপ্তাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ৫ নভেম্বর ২০২৪
কাপ্তাইয়ে আগুনে বসতঘর পুড়ে ছাই

রাঙামাটির কাপ্তাই উপজেলার কয়লারডিপু এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লারডিপু এলাকার সুজন দাসের ঘরে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডে বসতবাড়িটি ও বাড়ির আসবাবপত্র সব পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এই ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই স্থানীয়দের চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: