Cvoice24.com

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর ওটি সেবা চালু 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৫:২৫, ৬ নভেম্বর ২০২৪
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর ওটি সেবা চালু 

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর চালু হয়েছে অপারেশন থিয়েটার (ওটি) সেবা। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমার উপস্থিতিতে এ অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. তৌফিকুন রহমান মুনার নেতৃত্বে প্রথম সিজারিয়ান অপরেশনে কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. হোসাইনুল করিম মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. সৈয়দ আফতাব উদ্দিন এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনিসহ যৌথ টিম দায়িত্ব পালন করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলার বাসিন্দাদের পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও এর সুফল ভোগ করবেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, দীর্ঘ ৪২ বছর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরেশন থিয়েটার কার্যক্রম চালুর মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। প্রাথমিক পর্যায়ে ইলেকটিভ (নিয়মিত) অপরেশনগুলো করা সম্ভব হবে। ভবিষ্যতে জনবল এবং অন্যান্য সংকট কেটে গেলে জরুরি ও অন্যান্য অপরেশনগুলো চালু করা হবে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: