Cvoice24.com

কাপ্তাইয়ে বনবিভাগ-স্থানীয় সংঘর্ষ, আহত ৭

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ৭ নভেম্বর ২০২৪
কাপ্তাইয়ে বনবিভাগ-স্থানীয় সংঘর্ষ, আহত ৭

কাপ্তাইয়ে বন বিভাগের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ব্যাংঙছড়ি এলাকায় পরিত্যক্ত খোলা জায়গায় গাছের চারা রোপণ করতে গেলে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বনবিভাগ বলছে, বন বিভাগের লোকজন গাছের চারা রোপণ করতে গেলে স্থানীয় বসবাসরত মো.নুরুল আমিন ও তার পরিবারের লোকজন ওই খোলা জায়গা তাদের নিজস্ব দাবি করে বন বিভাগকে বাধা দেয়। বন বিভাগ রোপণ করা চারা গাছ উপড়ে ফেলতে গেলে বনবিভাগের লোকজনের সঙ্গে বিতণ্ডা বাঁধে। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা ফাঁকাগুলিও ছোঁড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আসে। 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমাদের জাতীয় উদ্যানে পরিত্যক্ত খোলা জায়গায় আমরা গাছের চারা রোপণ করতে গেলে জায়গার কিছুদূরে বসবাসরত নুরুল আমিন বন বিভাগের রিজার্ভ জায়গাকে তাদের নিজস্ব জায়গা দাবি করে। এসময় তারা লাগানো গাছের চারা উপড়ে ফেলে দেয়। মহিলা ও অন্যান্য লোক নিয়ে এসে বন বিভাগের উপর হামলা করে। এতে বন বিভাগের ২ জন লোক তাদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জায়গা বিরোধের সমাধানের জন্য কাপ্তাই ৫৬ই বেংগল কার্যালয়ে উভয় পক্ষকে আগামী রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কাগজপত্র নিয়ে আসার জন্য ডাকা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা। 

এদিকে জায়গার দাবিদার মো. নুরুল আমিন বলেন, আমরা ওই জায়গায় দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছি। এটা বনবিভাগের কোন জায়গা না। তারা এসে গাছ লাগানোর চেষ্টা করলে আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: