কাপ্তাইয়ে সড়কে ভাঙন, বাড়ছে ঝুঁকি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়িস্থ প্রধান সড়কের পাশে ভাঙন দেখা দিয়েছে। এতে করে সড়কের একপাশে মাটি সরে গিয়ে বড় গর্ত সৃষ্টি হচ্ছে। ফলে যেকোন সময় মাটি সম্পূর্ণ ধসে গিয়ে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাইয়ের বড়ইছড়ি সদরের থানা কার্যালয়ের পাশে প্রধান সড়কটির মাটি সরে যাচ্ছে। মাটি সরে গিয়ে বর্তমানে সেখানে গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের পাশে ঝুঁকি মোকাবেলায় থাকা গার্ডারের রড এবং মাটি সরে যাচ্ছে। এতে করে দিন দিন সড়কটিতে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে।
সড়কটিতে চলাচলকারী গাড়িচালক মো. শোয়েব, আক্তার হোসেন, রতন দাশ সহ কয়েকজন জানান, প্রথমদিকে সড়কটির ভাঙন সামান্য হিসেবে দেখা দিলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা জয়ধন তঞ্চঙ্গ্যা বলেন, যদি সড়কটির ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে যেকোন সময় সম্পূর্ণ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এতে করে এ সড়কে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হবে।
এ বিষয়ে সড়কটির দায়িত্বে থাকা রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, শীঘ্রই প্রকৌশলী পাটিয়ে ভাঙনের অংশ পরিদর্শনের পর দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।