Cvoice24.com

রাঙামাটি শহরে আগুনে পুড়লো বসতঘর

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ২৩:৪২, ১ ডিসেম্বর ২০২৪
রাঙামাটি শহরে আগুনে পুড়লো বসতঘর

রাঙামাটি শহরে আগুনে পুড়লো ৫ বসতঘর। রবিবার রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

রাঙামাটির ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড় ক্রিসেন্টের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে ঘরগুলো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে তিন ইউনিট গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকটি বসতঘর পুড়ে যায়।

বাড়ির মালিক আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: