রাঙামাটি পৌরমাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
সৌন্দর্যবর্ধনের নামে পৌরসভা কার্যালয়ের খোলা মাঠ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও জায়গাটি উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন পালন করেছে রাঙামাটির সচেতন পৌরবাসী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি পৌরসভার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন পালন করে এলাকার বাসিন্দারা।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রবিউল আলম, জেলা জাসাসের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, গ্রীন কমিউনিটির সভাপতি আব্দুল আল মামুন।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার এই খোলাস্থানটিতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে এবং বিকেলে এলাকাসহ আশপাশের শিশুরা এ মাঠে খেলাধুলা করে থাকে। পৌরসভার প্রশাসক জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছেন।
তারা বলেন, এ পৌর প্রশাসক বিগত সরকারের ফ্যাসিজম ধরে রাখতে কাজ করছে। তাই এই ধরনের কাজ থেকে পৌর প্রশাসক যদি সরে না আসেন, তাহলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে এলাকাবাসী।
এ সময় জনগুরুত্বপূর্ণ এই মাঠকে উন্মুক্ত রাখার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।