ইশরাতের পরিবর্তে রাঙামাটির ডিসি হলেন হাবিব উল্ল্যাহ
সিভয়েস২৪ ডেস্ক
ঠাকুরগাঁও জেলার ডিসি ইশরাত ফারজানাকে রাঙ্গামাটি জেলায় বদলির আদেশ বাতিল করে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মোহাম্মদ হাবিব উল্লাহ ঠাকুরগাঁওয়ের ডিসি হিসাবে নিয়োগের আদেশাধীন ছিলেন। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৭ নভেম্বরের প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলার ডিসি ইশরাত ফারজানাকে রাঙ্গামাটি জেলায় বদলি করার কথা জানানো হয়েছিল৷ তবে তার বদলির আদেশ আজ বাতিল করা হয়েছে।।