Cvoice24.com

সাজেক ভ্রমণে নিরুৎসাহ

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ২১:১৮, ৩ ডিসেম্বর ২০২৪
সাজেক ভ্রমণে নিরুৎসাহ

রাঙামাটির সাজেকে বুধবার পর্যটক চলাচলে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও এর পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকার পর্যটকদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৪ ডিসেম্বর সাজেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: