Cvoice24.com

সিভয়েস২৪-এ প্রতিবেদনের পর ব্যবস্থা গ্রহণ
কাপ্তাইয়ে বন্ধ হওয়া সোলার ফেন্সিং ফের চালু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:২৯, ১৩ জানুয়ারি ২০২৫
কাপ্তাইয়ে বন্ধ হওয়া সোলার ফেন্সিং ফের চালু

রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় লোকালয়ে হাতির আক্রমণ ঠেকাতে বন বিভাগের স্থাপন করা সোলার ফেন্সিং যন্ত্রটি মেরামত শেষে আবার চালু করা হয়েছে। বনবিভাগ জানায়, অকেজো অংশগুলো মেরামত শেষে সম্প্রতি সম্পূর্ণ সোলার ফেন্সিংটি আবারও চালু করা হয়।

এর আগে ত্রুটির কারণে বন্ধ হয়ে কিছু দিন অকেজো অবস্থায় ছিল এটির কিছু অংশ। বিষয়টি নিয়ে অনলাইন সংবাদ মাধ্যম সিভয়েস২৪ সহ অন্যান্য মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হলে দ্রুত ব্যবস্থা নেয় কাপ্তাই বনবিভাগ। 

বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুম আলম জানান, কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করা সোলার ফেন্সিং যন্ত্রের কিছু অংশে ছিড়ে গেলে প্রায় এক থেকে দেড় কিলোমিটার অংশ অকার্যকর অবস্থায় ছিল। সম্প্রতি সেগুলো মেরামত শেষে গত ১৫ দিন থেকে পুনরায় পুরো এলাকাজুড়ে সোলার ফেন্সিং চালু করা হয়েছে। 

তিনি আরও জানান, লোকালয়ে হাতি আসা ঠেকাতে নতুন করে কাপ্তাইয়ের পিডিবি এলাকার আরো ৪ কিলোমিটার সোলার ফেন্সিংয়ের আওতায় আনার জন্য প্রস্তাবনা রাঙামাটি ডিভিশনে পাঠানো হয়েছে। বিশেষ করে কাপ্তাই পিডিবি এলাকার কিছু স্থাপনায় প্রায়ই বন্যহাতির আগমন ঘটে। তাই সেসব এলাকায় সোলার ফেন্সিং তৈরি অতীব জরুরি বলে তিনি জানান।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মো. এসএম মহিউদ্দীন চৌধুরী জানান, আমরা দ্রুত সময়ে সোলার ফেন্সিং মেরামত শেষে পুনরায় চালু করেছি। যার ফলে বর্তমানে লোকালয়ে বন্য হাতির আগমন কিছুটা কমেছে। এছাড়া নতুন করে আরো কিছু অংশে সোলার ফেন্সিং স্থাপন করা হলে এর সুফলও পাওয়া যাবে। 

প্রসঙ্গত, রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যান এলাকায় বন্যহাতির আক্রমন থেকে মানুষের প্রাণহানি ও ফসলের ক্ষতি রক্ষায় ২০২১-২২ অর্থ বছরে ৮ কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে সোলার ফেন্সিং ব্যবস্থা। 

সোলার ফেন্সিং হল এমন একটি আধুনিক পদ্ধতি যা নিরাপত্তা প্রদানে বৈদ্যুতিক বেড়ার মতো কাজ করে। মানুষ বা প্রাণী এই বেড়ার সংস্পর্শে এলে একটি ছোট্ট অথচ প্রচণ্ড আকারে শক দেয়, যাতে ভয় পেয়ে এরা চলে যায় তবে এতে কোন প্রাণহানি ঘটে না।