Cvoice24.com

চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৪৭, ১৬ জানুয়ারি ২০২৫
চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি টিটু রাম দে’কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) রাতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টিটু একই এলাকার বাসিন্দা প্রতিক দে’র ছেলে। 

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তার টিটু রাম দে পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাকে আজ (বৃহস্পতিবার) সকালে রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।